ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন নিজস্ব ভবনে স্থানান্তরিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, অক্টোবর ১, ২০২৫
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন নিজস্ব ভবনে স্থানান্তরিত ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের ইসলামাবাদে নতুন চ্যান্সারি ভবন নির্মিত হওয়ার প্রেক্ষিতে ভাড়াবাড়ি থেকে ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে বাংলাদেশ হাইকমিশন।

বুধবার ( ১ অক্টোবর) ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন ঠিকানায় কার্যক্রম চালু করেছে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের নতুন ঠিকানা হলো বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক-১৫, রোড নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০। ফোন নং- ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ এবং
ই-মেইলঃ [email protected]

প্রসঙ্গত, আগে চ্যান্সারি ভবন ছিল ইসলামাবাদের এফ ব্লকে। বর্তমানে তা ডিপ্লোম্যাটিক এনক্লেভে স্থানান্তরিত হলো। এখন থেকে হাইকমিশনের কনস্যুলার সেবাসহ সব পরিষেবা উপরোল্লিখিত ঠিকানা থেকে প্রদান করা হবে।

টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।