ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

তিন জেলায় দুদকের এনফোর্সমেন্ট অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, সেপ্টেম্বর ২৯, ২০২৫
তিন জেলায় দুদকের এনফোর্সমেন্ট অভিযান দুদক

ঢাকা: নানা অনিয়মের অভিযোগে দেশের তিনটি জেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে সংস্থাটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লাইসেন্স নবায়ন, ওএমএসের চাল বিক্রি, ফেয়ার প্রাইস নির্ধারণ, খাদ্যশস্য সংগ্রহ ইত্যাদিতে ঘুষ লেনদেন এবং খাদ্য গুদামের চাল মুড়ি তৈরির কারখানায় বিক্রির অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে পিরোজপুর জেলা রেজিস্ট্রার অফিসসহ দুটি উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে আরেকটি অভিযান পরিচালিত হচ্ছে।

এছাড়া নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

এসএমএকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।