ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেট্রোরেল স্টেশন থেকে যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার 

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৪, মে ৬, ২০২৫
মেট্রোরেল স্টেশন থেকে যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার  যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভা

সাভার: রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও আশুলিয়া থানা যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন।

এর আগে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার যুবলীগ নেত্রীর নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।