ঢাকা: রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার নামে শপিং মলের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি ওই ভবনে আটকে পড়া ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
একে একে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় এ বাহিনী।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার জানান, ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটে। নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আগুনের সময় ভবনে আটকে পড়া ১৮ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে নারী ৯ জন, পুরুষ ৭ জন ও শিশু ২ জন রয়েছে।
আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও উল্লেখ করেন শাজাহান শিকদার।
আরও পড়ুন: বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন
এজেডএস/এইচএ/