ঢাকা: বাংলাদেশে নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা (ইএফআইড) পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকার ফ্রান্স দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
ফ্রান্স দূতাবাস জানায়, ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা পরিদর্শনকালে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত শিক্ষার্থী, শিক্ষক এবং স্টাফদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া স্কুলের প্রধান মো. করিমের সঙ্গে রাষ্ট্রদূতের উষ্ণ আলাপ হয়।
প্রসঙ্গত, ঢাকায় একমাত্র ফ্রেঞ্চ স্কুল হলো ইএফআইড।
সম্প্রতি ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন জঁ-মার্ক সেরে-শারলে। তিনি সাবেক রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই-এর স্থলাভিষিক্ত হলেন।
টিআর/জেএইচ