ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সাভারে ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, অক্টোবর ২৩, ২০২৪
সাভারে ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ 

সাভার (ঢাকা): ঢাকার সাভারের জামসিং এলাকার ধানক্ষেতে এক যুবকের মরদেহের সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।

নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে সাভারের জামসিং এর টেউটি এলাকার ডাক্তার আব্দুল কাদের বাড়ির সামনের ধানক্ষেতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। নিহত ওই যুবক অটোরিকশা চালক বলে ধারণা করছেন স্থানীয়রা

প্রাথমিকভাবে নিহত ওই যুবকের নাম ঠিকানা কিংবা বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। তারা প্রযুক্তি ব্যবহার করে নিহতের বিস্তারিত পরিচয় শনাক্ত করার চেষ্টা করবেন।

স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে ঘটনাস্থলে এসে ছিনতাই করে। নিহত যুবকও অটোরিকশা চালক হতে পারেন। তাকেও হয়তো ভাড়া করে এনে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এর আগেও একাধিকবার এ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ২৫ কিংবা ২৭ বছর হতে পারে এমন এক যুবকের মরদেহ রয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ