ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রেললাইনের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
রেললাইনের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

চুয়াডাঙ্গা: দর্শনা হল্ট স্টেশনের রেল লাইনের পাশ থেকে দীপক হালদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে একটি মোটরসাইকেলও পড়ে ছিল।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে দর্শনা হল্ট জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, নিহত দীপক হালদার (২৮) মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর গ্রামের কার্তিক হালদারের ছেলে।

দর্শনা রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, গতকাল সোমবার রাতে দীপক হালদারকে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সকালে রেল লাইনের পাশে তার মরদেহ দেখা যায়। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দর্শনা হল্ট স্টেশন জিআরপি পুলিশের ইনচার্জ (এসআই) আতাউর রহমান জানান, দর্শনা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূর মুজিবনগর থেকে আসা কোনো ট্রেনের ধাক্কায় দীপকের মৃত্যু হয়েছে। তদন্ত না করে কিছু বলা যাবে না। মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল (মেহেরপুর ল- ১২-০১৬৭) উদ্ধার করা হয়েছে। বাহনটির প্রকৃত মালিক কে, সেটিও খুঁজে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।