ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে বাজারের ১০ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
গোবিন্দগঞ্জে বাজারের ১০ দোকান পুড়ে ছাই

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গভীর রাতে লাগা আগুনে বাজারের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (০১ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন কামারপ‌ট্টি‌তে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে মনোহরী, জুতা, চাল, কবিরাজ ও কামার সামগ্রীর অন্তত ১০টি দোকান পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক সর্টসা‌র্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- বজলু মিয়া, শাহারুল ইসলাম, লিটন কবিরাজ, জা‌হিদুল ইসলাম, মাসুদ রানা, গোলাম হো‌সেন, সুজন চন্দ্র বর্মন,  মিতু কর্মকার, দি‌লিপ কর্মকার ও অরুণ কর্মকার।

এদিকে, বাজারের ১০টি দোকান পুড়ে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ফায়ার সার্ভিস। এদিকে ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গোবিনাদগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি জানান, ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।