ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে দিনব্যাপী মুদ্রা নিলাম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
রাজধানীতে দিনব্যাপী মুদ্রা নিলাম অনুষ্ঠিত

ঢাকা: দিনব্যাপী মুদ্রা নিলামের আয়োজন করেছে মুদ্রা সংগ্রাহকদের সংগঠন বাংলাদেশ নিউমিসমেটিক কালেক্টরস সোসাইটি (বিএনসিএস)।  

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর মিরপুরের আইআইএসটি সম্মেলন কক্ষে এ নিলাম অনুষ্ঠিত হয়।

 

বিএনসিএসের ১০৪তম এ নিলামে দুই শতাধিক দর্শনার্থী অংশ নেন। মুদ্রা ছাড়াও নিলামে মুদ্রার বই, ডাকটিকিট ও বিভিন্ন ধরনের অ্যান্টিক প্রদর্শিত হয়।

বাংলাদেশে ডাকটিকিট, গ্রামোফোন, দেশলাই, মুদ্রাসহ সব ধরনের সংগ্রাহকের সংখ্যা আনুমানিক ৫ হাজার। এর মধ্যে মুদ্রা সংগ্রাহকের সংখ্যা প্রায় ২ হাজার।

সারা দেশে বিএনসিএসের সদস্যসংখ্যা প্রায় ৩৫০। ২০০৮ সালে মাত্র ১৩ জন নিয়ে যাত্রা করা সংগঠনটি জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত।

মুদ্রা সংগ্রহ বিশ্বের শৌখিন শখগুলোর মধ্যে অন্যতম। এটি চিন্তা ও মনের খোরাক যোগানোর পাশাপাশি নানা দেশের সংস্কৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে বিশেষ জ্ঞানের বিকাশ ঘটায়।

বিএনসিএসের সদস্যসংখ্যা সারা দেশে প্রায় ৩৫০ জন। ২০০৮ সালে মাত্র ১৩ জন নিয়ে সংগঠনটির যাত্রা শুরু করে বিএনসিএস।  বর্তমানে সারা দেশে সদস্যসংখ্যা প্রায় ৩৫০ জন। সংগঠনটি জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।