ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে ফের বহুতল ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪২, নভেম্বর ২১, ২০১৭
লন্ডনে ফের বহুতল ভবনে আগুন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন

উত্তর লন্ডনে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬০ জন কর্মী কাজ করছেন।

লন্ডন ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুনের সূত্রপাত। চারতলা ভবনের ছাদেও আগুন ছড়িয়ে পড়েছে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ক্রেন দিয়ে কাজ চালানোর কথাও জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের শিকার ভবনটি হ্যাম্পস্টিডের দালেহেম গার্ডেনে অবস্থিত। ভবন থেকে অনেক বাসিন্দা নিরাপদে সরে গেছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার (২০ নভেম্বর) রাত দেড়টা নাগাদ অগ্নিকাণ্ডের সূত্রপাত।  প্রাথমিক এর বাইরে আর কোনো তথ্য জানা যায়নি।

গত জুনে লন্ডনের গ্রিনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বাংলাদেশিসহ অন্তত ৬৫ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।