ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

উ. কোরিয়ার কিম জং উনের ভাই ন্যাম হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
উ. কোরিয়ার কিম জং উনের ভাই ন্যাম হামলায় নিহত কিম জং ন্যাম: ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম নিহত হয়েছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরে এক হামলায় তিনি নিহত হন।

 

 

 

কুয়ালালামপুর পুলিশের বরাত দিয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে বিবিসি এ খবর জানায়।

মালয়েশিয়ান পুলিশ জানায়, সোমবার চীনের ম্যাকাও যাওয়ার উদ্দেশে কিম জং ন্যাম কুয়ালালামপুর বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।

এ সময় আকস্মিকভাবে এক নারী গরম কাপড় দিয়ে ন্যামের মুখমণ্ডল চেপে ধরেন। এতে ন্যামের দুই চোখ পুড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

কীভাবে এ হামলার ঘটনাটি ঘটলো তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন মালেশিয়ান পুলিশ কর্মকর্তা ফাদজিল আহমদ।

নিহত ন্যাম উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের বড় ছেলে এবং কিম জং উনের সৎ ভাই।

*** কিম জং-উনের সৎ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭/আপডেট: ০৯৩০ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।