ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে ৫.৮ মাত্রার ভূমিকম্প, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
চীনে ৫.৮ মাত্রার ভূমিকম্প, আহত ৫

ঢাকা: চীনের ইউনান প্রদেশে মাঝারি আকারের ভূমিকম্পে কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে (স্থানীয় সময়) ইউনান প্রদেশের জিংগুতে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানায় চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার।



এর আগে গত ৭ অক্টোবর একই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে একজন নিহত ও অন্তত ৩০০ জন আহত হয়। বিগত ভূমিকম্পের পর ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

ইউনান দুর্যোগ প্রতিরোধ ইনস্টিটিউটের কর্মকর্তা ঝাং জিয়াংগু জানান, ভূমিকম্প দুর্গত ওই অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে ফেলায় ক্ষয়ক্ষতি কম হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।