ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রাণ নিয়ে গাজায় যাওয়ার পথে জাহাজে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, মে ২, ২০২৫
ত্রাণ নিয়ে গাজায় যাওয়ার পথে জাহাজে ড্রোন হামলা

ত্রাণ সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজা অভিমুখে থাকা একটি জাহাজে ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয়েছে। শুক্রবার (২ মে) ভোরে মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

 

মাল্টা সরকারের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলায় জাহাজটি বিকল হয়ে গেছে। জাহাজটি মাল্টার আঞ্চলিক সীমানার বাইরে অবস্থান করছিল এবং এতে ১২ জন ক্রু ও চারজন বেসামরিক নাগরিক ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

জাহাজটি পাঠিয়েছিল দ্য ফ্রিডম ফ্লোটিল্লা কোয়ালিশন নামের একটি আন্তর্জাতিক এনজিও। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে সংস্থাটি। তারা বলেছে, গাজায় ত্রাণ প্রবেশে অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক বাহনে হামলার মতো অপরাধের জন্য তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। এজন্য ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করতে হবে।  

যদিও হামলার বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনবধি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাহাজে ক্রু ছাড়াও ছিলেন অধিকারকর্মীরা। তারা জানিয়েছেন, শুক্রবার ভোরে জাহাজের জেনারেটর লক্ষ্য করে দুবার ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, জাহাজের ওপর আগুন জ্বলছে ও বিস্ফোরণ ঘটছে।

২০১০ সালে গাজা উদ্দেশে যাওয়া ফ্রিডম ফ্লোটিল্লা জোটের আরেকটি জাহাজকেও একই ধরনের মিশনের সময় থামিয়ে দেওয়া হয়। সে বার জাহাজে উঠে পড়ে ইসরায়েলি সেনারা। ওই ঘটনায় নয়জন কর্মী নিহত হয়েছিলেন। পরবর্তী সময়ে অন্য কয়েকটি জাহাজও একইভাবে বাধা ও জব্দ করা হয়েছে, তবে সেসব ক্ষেত্রে প্রাণহানির ঘটনা ঘটেনি।

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ