ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

‘আরও কঠিন দায়িত্ব’ নিতে কোরিয়ান প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, মে ২, ২০২৫
‘আরও কঠিন দায়িত্ব’ নিতে কোরিয়ান প্রধানমন্ত্রীর পদত্যাগ দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু। ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে থাকা দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু বৃহস্পতিবার (১ মে) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ‘আরও কঠিন দায়িত্ব’ গ্রহণের জন্য তিনি এ পদ ছাড়ছেন বলে জানিয়েছেন।

আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হবেন বলে আশা করা হচ্ছে।

কোরিয়ার পিপল পাওয়ার পার্টির নেতা প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল আকস্মিক ‘মার্শাল ল’ জারির প্রেক্ষাপটে অপসারিত হলে তার দলে টালমাটাল অবস্থা তৈরি হয়। এই অবস্থায় রাষ্ট্রের কান্ডারী হিসেবে আবির্ভূত হন ডাক-সু। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় তাকে। পর্যবেক্ষকরা আশা করছেন, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তিনি শুক্রবার (২ মে) থেকে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা শুরু করবেন।

টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ডাক-সু বলেন, ‘আমার সামনে দুটি পথ। একটি হলো এখন আমি যে কঠিন দায়িত্ব পালন করছি সেটা সম্পন্ন করা হয়। আরেকটি হলো এই দায়িত্বকে এক পাশে সরিয়ে আরও কঠিনতর দায়িত্ব নেওয়া। আমাদের সামনে থাকা সংকটগুলো মোকাবিলায় সহায়তা করতে আমি যা পারি এবং যা করা উচিত তার জন্য আমার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ’

৭৫ বছর বয়সী ডাক-সু একজন পেশাদার আমলা, যিনি প্রায় ৪০ বছর ধরে কোরিয়ান জনপ্রশাসনে কাজ করেছেন। অর্থনীতিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী ডাক-সু অতীতে বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব সামলেছেন। তিনি দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন—প্রথমবার লিবারেল প্রেসিডেন্ট রো মু-হিউনের অধীনে ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত, এবং পরে অপসারিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের অধীনে (২০২২ সালের ২১ মে থেকে)।

ডাক-সুর সমর্থকদের মতে,অর্থনৈতিক বিষয়সহ সরকারের নানা স্তরে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা তাকে একজন উপযুক্ত নেতা হিসেবে গড়ে তুলেছে, যার দ্বারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার মোকাবিলা সম্ভব।  

অবশ্য সমালোচকরা বলেন, নির্বাচিত কোনো পদে তিনি কখনোই ছিলেন না, তার শক্ত রাজনৈতিক সমর্থনেরও ভিত্তি নেই। তাছাড়া তিনি বুড়িয়ে গেছেন।

এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।