মেষ: মনের গোপন ইচ্ছা বাস্তবে রূপ পাবে। তবে আর্থিক সঞ্চয়ে একটু সতর্কতা।
বৃষ: গান–বাজনা ও সৃজনশীলতার প্রতি আগ্রহ বাড়বে; তবে তর্কবিতর্কে অভিমান হতে পারে। আর্থিক চাপ ও বাড়তি খরচ থাকবে। চাকরিতে উন্নতির সম্ভাবনা আছে।
মিথুন: পারিবারিক নানা বিষয় নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে। কিন্তু সামাজিকভাবে সাফল্য সম্ভাবনা, বিনিয়োগ–খরচে সতর্কতা জরুরি।
কর্কট: চিকিৎসা খাতে কিছু ব্যয় হতে পারে, তবে সাংগঠনিক কাজে স্বীকৃতি পাবেন। প্রেম বা ঘরপরিবারে সুখঘণ্টা।
সিংহ: আর্থিক ও প্রতিভা স্বীকৃতিতে বৃদ্ধি। তবে বাড়তি খরচ ও পারিবারিক চাপও থাকতে পারে। নেতৃত্ব ও কাজের সময় সতর্ক থাকুন।
কন্যা: চিন্তা বেশি, মন অশান্তিপূর্ণ। কর্মে ও স্বাস্থ্যে সতর্কতা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।
তুলা: সামগ্রিকভাবে ভারসাম্যপূর্ণ দিন; প্রেম ও অর্থে সুফল পেতে পারেন। সঞ্চয়সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন।
বৃশ্চিক: সম্পত্তি লাভ এবং পারিবারিক সহায়তায় মধুর সময়। কর্মে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা।
ধনু: দুপুরের পর মন ভালো থাকবে, আর্থিক এবং ব্যক্তিগত উন্নতি ঘটতে পারে। উপকারী হতে পারে ছোট বিনিয়োগ বা সহায়ক মানুষ।
মকর: আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, সামাজিক ও কর্মে সুনাম আসতে পারে। সন্ধ্যায় খরচ বাড়ার সম্ভাবনা।
কুম্ভ: ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত হতে পারেন, মানসিক শান্তি পাওয়া যাবে। শরীর ও কাজের চাপ নিয়ন্ত্রনে রাখুন।
মীন: স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে; ভ্রমণ ও পারিবারিক কাজে ভালো সময় আসছে। সামাজিক ও পারিবারিক উপস্থিতিতে সুখ-শান্তি।