ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

রাশিফল

নিজেকে সময় দিন কুম্ভ, অযাচিত সুযোগ পেতে পারেন মীন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, জুলাই ১১, ২০২৫
নিজেকে সময় দিন কুম্ভ, অযাচিত সুযোগ পেতে পারেন মীন

আজ ১১ জুলাই, ২০২৫। দিনটি আপনার কেমন যেতে পারে, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আপনার কোনো প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অন্যের ওপর প্রভাব বিস্তারে লাভবান হবেন। আগের কোনো সমস্যা সমাধানের পথ পাবেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হবে। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। পরিকল্পনার বাইরে কোনো কিছু করা ঠিক হবে না। বুদ্ধি ও কঠোর পরিশ্রমে কাজ সম্পন্ন হবে। সময় ও সুযোগের সুষ্ঠু ব্যবহার করুন।

মিথুন (২১ মে-২০ জুন): পেশাগত দিক ভালো যাবে। আর্থিক সহযোগিতা মেলার আশ্বাস পেতে পারেন। কাছের কারো সমস্যায় উদ্বিগ্ন থাকতে পারেন। উচ্চাশা পূরণে বাধাকে পাশ কাটিয়ে অগ্রসর হবেন। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর।

কর্কট (২১ জুন-২০ জুলাই): সামাজিক যোগাযোগ বাড়বে। পারিবারিক সমস্যার সমাধান হবে। যৌথ কাজে অগ্রগতির সম্ভাবনা। কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে পারবেন। অস্তির চিন্তা-ভাবনায় কাজ নষ্ট করবেন না।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): কোনো ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সঠিক বুদ্ধির অভাবে সুযোগ কাজে লাগতে পারে। কাজের ধারাবাহিকতা বজায় রেখে অবস্থার পরিবর্তন আনার চেষ্টা করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): দিনটি আনন্দের মধ্যে কাটবে। কাজ দ্বারা অন্যকে খুশি করতে পারবেন। কোনো বন্ধুর পরামর্শ কাজে লাগতে পারে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। অন্যের সঙ্গে মিলিতভাবে কাজ করে নিজের মধ্যে উদ্দীপনা আনুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): আজ কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন। মানসিক চাপ থাকলেও কিছু ইতিবাচক সংবাদ পাবেন। ভূমি বা স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় শুভ। যেকোনো পরিস্থিতিতে আপনাকে ধৈর্যশীল ও সহিষ্ণু হতে হবে। মনের স্থিরতা বজায় রাখুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কোনো যোগাযোগে উৎসাহিত হবেন। ব্যবসায় কোনো পরিবর্তনের কথা ভাবতে পারেন। নিজের বুদ্ধি ও পরিশ্রম আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আবেগের বশে কাজে ভুল করবেন না। প্রিয়জনের কাছে থাকুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কোনো যোগাযোগ আর্থিক উন্নতির সহায়ক হবে। ব্যবসায় সুখবর আসতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। আত্মবিশ্বাস শক্তিশালী হবে। অনুকূল সময়কে কর্মক্ষেত্রে ভালোভাবে ব্যবহার করুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কর্মস্থলে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন। আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যক্তিগত বিষয়গুলো নিয়ন্ত্রণের আওতায় থাকবে। উপার্জন বৃদ্ধির সুযোগ আসবে। সঠিক পরিশ্রমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হতে পার।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজের ব্যাঘাত ঘটতে পারে। কাজে কিছুটা স্থবিরতা থাকতে পারে। বিরূপ পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসার চেষ্টা করুন। অন্য মানুষকে সময় না দিয়ে নিজেকে সময় দিন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আগের তুলনায় সময় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে। বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে পারেন। পরিবেশ পক্ষে থাকবে।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।