ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্বে করোনা আক্রান্ত রোগী ৪৯ কোটি ৮৩ লাখ ছাড়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, এপ্রিল ১০, ২০২২
বিশ্বে করোনা আক্রান্ত রোগী ৪৯ কোটি ৮৩ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনা রোগীর সংখ্যা ৪৯ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার (১০ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৮৩ লাখ ৩২ হাজার ৯৫ জন।

একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৬২ লাখ ১ হাজার ১৯১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ কোটি ৯২ লাখ ৫৯ হাজার ২৩১ জন।

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৮ কোটি ২০ লাখ ৫৩ হাজার ২৪২ জন। আর মৃত্যুবরণ করেছেন ১০ লাখ ১২ হাজার ১৩১ জন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ