বরিশাল: বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন।
একইসঙ্গে শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটদের দ্বারা শিক্ষার্থীদের মারধরের ঘটনায় বিচার দাবিতে প্রতিবাদ কর্মসূচিও পালন করছেন তারা।
বুধবার (৭ মে) সকাল থেকে কলেজের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার (৬ মে) কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, এ সময় শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটরা শিক্ষার্থীদের মারধর করেন। এতে চারজন শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রতিবাদে রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিলও করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ছয় দফা দাবি বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
তবে শিক্ষকরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনায় বরিশাল নার্সিং কলেজের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
এমএস/এসআইএস