ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

বিএমইউতে ক্যান্সার রোগীদের রেডিওথেরাপির দ্বিতীয় শিফট চালু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৩, জুলাই ২০, ২০২৫
বিএমইউতে ক্যান্সার রোগীদের রেডিওথেরাপির দ্বিতীয় শিফট চালু

ক্যান্সার রোগীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তিগত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রেডিওথেরাপি সেবার দ্বিতীয় শিফট চালু করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

রোববার (২০ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট চালু করা হয়।

 

এই চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএমইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বিএমইউ সূত্রে জানা যায়, দ্বিতীয় শিফট চলবে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে থেকে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রথম শিফট চালু রয়েছে। প্রথম শিফটে ৪০ থেকে ৪৫ জন রোগীকে রেডিওথেরাপি সেবা দেয়া হচ্ছে। বর্তমানে দ্বিতীয় শিফট চালু হওয়ায় প্রতিদিন আরো ২৫ রোগীকে বিশ্বমানের রেডিওথেরাপি সেবা দেয়া সম্ভব হবে। সে হিসাবে প্রতিমাসে পূর্বের থেকে ৬০০ থেকে ৭০০ বেশি রোগীকে রেডিওথেরাপি দেয়া সম্ভব হবে। সব মিলিয়ে প্রতিমাসে ১৭ শত থেকে ১৮ শত রোগীদের রেডিওথেরাপি সেবা প্রদান করা সম্ভব হবে।

ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই বিভাগে রয়েছে বিশ্বমানের রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিক্যাল ফিজিসিষ্ট, মেডিক্যাল টেকনোলজিস্টের (রেডিওথেরাপি) সমন্বয়ে গঠিত সুদক্ষ রেডিয়েশন অনকোলজি টিম, যারা ক্যান্সারে আক্রান্ত রোগীদের রেডিওথেরাপি সেবা প্রদান করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট চালু করা এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের জন্য একটা অনুসরণীয় দৃষ্টান্ত। এর মাধ্যমে অধিক সংখ্যক রোগীদের চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ তার বক্তব্যে রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট চালু করা বিএমইউ এর একটি বড় অর্জন ও প্রাপ্তি হিসেবে উল্লেখ করে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ রোল মডেলে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গণমানুষের জন্য বিশেষ করে রোগীদেরকে অধিকতর সেবা প্রদানে নিবেদিত প্রাণকর্মী ও অঙ্গীকারবদ্ধ। রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট চালুও সেই প্রচেষ্টার সফল বাস্তবায়ন।  

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে রেডিওথেরাপি সেবা নিতে দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে হয়, এখন সেই অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে। এটাই বিশ্ববিদ্যালয়ের একটি বড় অর্জন।

ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সৈয়দ আকরাম হোসেন জানান, সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। রোগীদেরকে বিশ্বমানের চিকিৎসাসেবা দেয়া নিশ্চিত করার সাথে সাথে চিকিৎসাসেবাকে সহজলভ্য করার বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। সকল ধরনের ক্যান্সার চিকিৎসার বিশ্বমানের থেরাপেটিক গাইড লাইন তৈরি করা, দেশে প্রথমবারের মতো অর্গান বেইসড ট্রিটমেন্ট চালু করাসহ বহুমুখী উদ্যোগ নেয়া হয়েছে।  

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন। ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামসুন নাহারের সঞ্চালানায় অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মো. মামুন অর রশীদ, সহযোগী অধ্যাপক ডা. মোছা: রোকাইয়া সুলতানা, সহকারী অধ্যাপক ডা. মো. রিফাত জিয়া হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন প্রমুখ।

আরকেআর/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।