ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হাসপাতালে ডায়ালাইসিস মেশিন দিলো ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
হাসপাতালে ডায়ালাইসিস মেশিন দিলো ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন ডায়ালাইসিস মেশিন হস্তান্তর অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ঢাকা: কিডনি রোগীদের চিকিৎসায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালকে একটি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন দিয়েছে ডা. ফজিলাতুন্নেছা বেগম ফাউন্ডেশন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ডা. ফজিলাতুন্নেছা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের চেয়ারম্যান মো. আজিজুল বারী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের কাছে এ ডায়ালাইসিস মেশিনটি হস্তান্তর করেন।  

এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার অ্যাডভেকেট তৌহিদুর রহমান, ম্যানেজিং বোর্ডের সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক ডা. খন্দকার এজাজ আহমেদসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

হাফিজ আহমদ মজুমদার বলেন, ১৯৭২ সাল থেকে দেশের দুস্থ জন সাধারণের স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছি আমরা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।