ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বর্তমান সরকার স্বাস্থ্য বান্ধব: ডেপুটি স্পিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, মে ৯, ২০১৯
বর্তমান সরকার স্বাস্থ্য বান্ধব: ডেপুটি স্পিকার

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য বান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে গাইবান্ধার সাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে ডেপুটি স্পিকার এ কথা বলেন।

তিনি বলেন, জেলা ও উপজেলা সদর হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসকসহ অন্যান্য জনবল এবং প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়েছে।

দ্রুত রোগী পরিবহনের জন্য প্রতিটি উপজেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ