ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

সাইফকে হারাল মোহামেডান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, মে ৫, ২০২১
সাইফকে হারাল মোহামেডান মোহামেডানের উল্লাস। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরতি লেগে সাইফ স্পোর্টিংকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ জয়ে ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান।

সাইফ স্পোর্টিং ২৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে পঞ্চম স্থানে।

এদিন ৫২তম মিনিটে গোল করে লিড নেয় মোহামেডান। দিয়াবাতের ক্রসে রাকিব খান ইভানের ফ্লিক গোলরক্ষক ফেরানোর পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ইয়াসান।

তবে ৬৯তম মিনিটে সমতায় ফিরে সাইফ স্পোর্টিং। ওকোলির ছোট পাসে বদলি নামা মারাজ হোসেনের দূরপাল্লার শট চোখের পলকে জালে জড়ায়।

কিন্তু ৮২তম মিনিটে ফের এগিয়ে জয় নিশ্চিত করে মোহামেডান। জাফর ইকবালের থ্রু পাস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন দিয়াবাতে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ০৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।