ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ঐক্য, বৈচিত্র্য ও আবেগের বার্তা নিয়ে বিশ্বকাপ মাসকট উন্মোচন করল ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, সেপ্টেম্বর ২৬, ২০২৫
ঐক্য, বৈচিত্র্য ও আবেগের বার্তা নিয়ে বিশ্বকাপ মাসকট উন্মোচন করল ফিফা ২০২৬ বিশ্বকাপের মাসকট/সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মাসকট ঘোষণা করা হয়েছে। আগামী বছরের আসরের আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে প্রতিনিধিত্ব করবে তিনটি প্রাণী-চরিত্র— ‘ক্লাচ’, ‘জায়ু’ ও ‘ম্যাপল’।

নতুন মাসকট নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ম্যাপল, জায়ু আর ক্লাচ আনন্দ, শক্তি আর একতার প্রতীক। ফিফা বিশ্বকাপের মূল চেতনাকেই ধারণ করছে তারা। ’

ফিফার বিবৃতিতে জানানো হয়, প্রতিটি মাসকট তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি।

‘ম্যাপল দ্য মুজ’ (কানাডিয়ান হরিণ) কানাডার সব প্রদেশ ও অঞ্চলে ভ্রমণ করে মানুষের সঙ্গে যোগাযোগ ও সংস্কৃতিকে তুলে ধরে। গোলরক্ষক হিসেবে এই ত্রয়ীতে তার ভূমিকা।

‘জায়ু দ্য জাগুয়ার’ এসেছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের জঙ্গল থেকে। নাচ, খাবার ও ঐতিহ্যের মাধ্যমে সে মেক্সিকান সংস্কৃতিকে ধারণ করে। আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে ‘জায়ু’ প্রতীকী ক্ষিপ্রতা ও সৃজনশীলতার প্রকাশ।

‘ক্লাচ দ্য ঈগল’ যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে বেড়ানো এক আত্মবিশ্বাসী চরিত্র, যে মাঠে মধ্যমাঠে খেলে দলের সমন্বয় ঘটায়।

ফিফার মতে, এই তিন চরিত্র একসঙ্গে ফুটবলের ঐক্য, বৈচিত্র্য আর আবেগের প্রতিনিধিত্ব করবে।

আগামী ১১ জুন ২০২৬ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম-এ হবে ফাইনাল। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে থাকছে হাফটাইম শো।

এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ (আগে ছিল ৩২ দল)। ফলে টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ১০৪টি।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।