এক দিনে দুই মঞ্চে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। রাতের ক্রিকেট লড়াইয়ের আগে কলম্বোর মাঠে ফুটবলে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে লাল-সবুজের কিশোররা।
খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় পাকিস্তানের জাল কাঁপায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল গোল করেন। এক মিনিট পর ফরোয়ার্ড অপু দারুণ দক্ষতায় ব্যবধান দ্বিগুণ করেন। ডান দিক দিয়ে দৌড়ে প্রতিপক্ষকে কাটিয়ে কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। মুহূর্তেই ২–০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
প্রথম দিকের সেই দুই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। বাকি সময় আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। সমতা ফেরানোর চেষ্টায় আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি পাকিস্তান। অথচ গ্রুপপর্বে দারুণ ছন্দে খেলে তারা প্রথম দুই ম্যাচেই জিতে আগেভাগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। যদিও শেষ ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরে রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে। কিন্তু সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ হয়েছে গোলের দেখা পেতে।
আজ রাতেই একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। সেই ম্যাচের জয়ী দলই আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনালে প্রতিপক্ষ হবে বাংলাদেশের।
একই দিনে ফুটবলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশের সামনে এখন সুযোগ, ক্রিকেট মাঠেও একই কীর্তি গড়ার।
এআর/আরইউ