ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

৬ মিনিটে ৪ গোলের রেকর্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
৬ মিনিটে ৪ গোলের রেকর্ড

ঢাকা: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধে মাত্র ছয় মিনিটের মধ্যেই স্বাগতিক ব্রাজিলের জালে চার চারবার বল জড়িয়ে রেকর্ড গড়লো জার্মানি। এই রেকর্ডেই পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে যায় ইউরোপীয় জায়ান্টরা।



খেলার প্রথমে মাত্র ১১ মিনিটে ব্রাজিলের জালে বল জড়িয়ে গোল উৎসব শুরু করেন থমাস মুলার। ২৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক মিরোস্লাভ ক্লোসা। এরপর ২৯ মিনিটের মধ্যেই অর্থাৎ মাত্র ৬ মিনিটের মধ্যেই বিশ্ববাসী আরও তিন গোল দেখে।

২৪ ও ২৬ মিনিটে ব্রাজিলের জালে বল জড়ান টনি ক্রস। ২৯ মিনিটে এ গোলদাতাদের দলে যোগ দেন স্যামি খেদিরা।

জার্মানদের পক্ষে দ্বিতীয় গোল দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড গড়লেন ক্লোসা। ‍আর মুলারের গোল এবারের বিশ্বকাপের পঞ্চম।

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।