ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

তরেস-ওলমো জুটিতে বার্সার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, সেপ্টেম্বর ২২, ২০২৫
তরেস-ওলমো জুটিতে বার্সার দাপুটে জয় ছবি: সংগৃহীত

লা লিগায় আবারও শক্তির প্রদর্শনী করল বার্সেলোনা। গতকাল রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে শিরোপাধারীরা পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান নামিয়েছে দুইয়ে।

প্রথমার্ধে জোড়া গোল করেন ফেরান তরেস। রাফিনিয়ার পাসে দানি ওলমোর ব্যাকহিল ফ্লিক ধরে প্রথম গোলটি করেন তিনি। এরপর বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। বিরতির আগেই হ্যাটট্রিকের সুযোগ পেলেও তার শট ক্রসবারে লাগে।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। তরেস ও ডি ইয়ংকে বদলি নেওয়ার পরেই আসে তৃতীয় গোল। ইংলিশ ফরোয়ার্ড র‍্যাশফোর্ডের কাট-ব্যাক ধরে নিচু শটে বল জালে পাঠান দানি ওলমো। যোগ করা সময়ে র‍্যাশফোর্ড নিজেও গোল পেতে পারতেন, তবে গেতাফের গোলরক্ষক তা প্রতিহত করেন।

পুরো ম্যাচে ৭১ শতাংশ সময় বল দখলে রেখে ১৬টি শট নেয় বার্সেলোনা, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে গেতাফে নিতে পেরেছে মাত্র তিনটি শট, যার দুটি অন টার্গেট।

শেষ দুই ম্যাচে ৯ গোল করার পাশাপাশি রক্ষণও অক্ষত রেখেছে বার্সেলোনা। পাঁচ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট, এক ম্যাচ কমে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।