ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

ফুটবল

হুমকির মুখে ব্রাজিল ফুটবল কনফেডারেশন ও চিকিৎসক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
হুমকির মুখে ব্রাজিল ফুটবল কনফেডারেশন ও চিকিৎসক

ঢাকা: চলতি বিশ্বকাপ থেকে ইনজুরির কারণে ছিটকে পড়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের। আর এজন্য হুমকি শুনতে হচ্ছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন ও তাদের চিকিৎসককে।



ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, নেইমারের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গিয়েছে। মেরুদণ্ডের কশেরুকায় আঘাত পাওয়ায় বিশ্বকাপের পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না নেইমার। চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে তার সেরে উঠতে।

তবে অন্য একটি সূত্র মারফত জানা যায়, নেইমার খুব দ্রুতই সেরে উঠছেন। দল ফাইনালে উঠলে তিনি সে ম্যাচে খেলতে চান বলেও জানিয়েছেন। ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে, ‘নেইমারের পরিবার থেকেও জানানো হয়েছে ফাইনালে খেলার মতো অবস্থায় পৌঁছাতে পারবে নেইমার। ’

দলের প্রধান চিকিৎসক হোসে লুইজ রুনকো সাফ জানিয়ে দিয়েছেন, ফাইনালে নেইমারের খেলাটা বেশি ঝুঁকি হয়ে দাঁড়াবে। এমনকি ব্যাথানাশক ইনজেকশন নিয়েও তাকে মাঠে নামানো যাবে না।

কিন্তু বিভিন্ন মহল থেকে ব্রাজিলের ফুটবল কনফেডারেশনকে বলা হচ্ছে, চিকিৎসাশাস্ত্রের নীতি অমান্য না করে ব্যাথানাশক ইনজেকশন নিয়ে হলেও নেইমারকে মাঠে নামাতে।

ব্রাজিলের গভর্নিং বডিতেও এ নিয়ে আলোচনা হয়েছে। তারা চাচ্ছে নেইমারের রিপোর্টগুলো দলের বাইরে অন্য কোনো চিকিৎসককে দেখাতে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ৮ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।