ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসী মেক্সিকো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসী মেক্সিকো মিগেল হেরেরা

ঢাকা: বিশ্বকাপের দ্বিতীয় খেলায় ক্যামেরুনকে দুই গোলে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী উত্তর আমেরিকার দেশ মেক্সিকো।

দলটির কোচ মিগেল হেরেরার বক্তব্যে তা আরও স্পষ্ট হয়ে দেখা দিয়েছে।



এর আগে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপরও ১-০ গোলে জয় পায় মেক্সিকো।  

মিগেল হেরেরা বলেন, বাতিল হওয়া গোলের হতাশা কাটিয়ে উঠেছে দল। ইতোমধ্যে তারা মানসিকভাবে কতটা শক্তিশালী তা দেখিয়েছে।

শুক্রবারের খেলা প্রসঙ্গে তিনি বলেন, খেলোয়াড়রা মনোযোগ ধরে রেখে খেলে যাচ্ছিল। এই ধারাবাহিকতা ধরে রেখে খেলতে থাকলে যেকোনো কিছু-ই (বাধা) আমরা মোকাবেলা করতে পারবো।

মঙ্গলবার ফোর্টালেজা শহরের এস্টাডিও কাস্টেলাও স্টেডিয়ামে স্বাগতিক ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় খেলার মুখোমুখি হবে মেক্সিকো।


বাংলাদেশ সময: ১৩৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।