ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

ফুটবল

আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরু, ‘হেক্সা’ জয়ের আশা নতুন ফুটবল প্রধানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, মে ২৬, ২০২৫
আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরু, ‘হেক্সা’ জয়ের আশা নতুন ফুটবল প্রধানের ব্রাজিলের নতুন ফুটবল প্রধান সামির জাউদের সঙ্গে কার্লো আনচেলত্তি/সংগৃহীত ছবি

একদিন আগেই সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ডাগআউটে শেষ ম্যাচ পরিচালনা করেছেন কার্লো আনচেলত্তি। আবেগঘন বিদায়ের পর ঘণ্টা কয়েকের ব্যবধানে এবার নতুন মিশনে ব্রাজিলে পা রাখলেন এই ইতালিয়ান কোচ।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তার সেলেসাও অধ্যায়।

রোববার রাতে রিও ডি জেনেইরোর গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আনচেলত্তি। এসময় তার মাথায় ছিল ব্রাজিল দলের হলুদ টুপি, যা ভক্তদের মধ্যে দারুণ আলোড়ন তোলে। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত তার যাত্রা বিশেষ ক্যামেরায় ধারণ করা হয়। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার আগমনের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছে—"স্বাগতম, কার্লো আনচেলত্তি। এখন ব্রাজিলই আপনার ঘর। "

আনচেলত্তির অফিসিয়াল পরিচিতি ও কর্মতালিকা

সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের কোচ হিসেবে পরিচিত হবেন আনচেলত্তি। একই দিন তিনি প্রথম স্কোয়াড ঘোষণা করবেন, কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করবেন এবং নতুন সিবিএফ সভাপতি সামির জাউদ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রথম ম্যাচ কবে?

আনচেলত্তির ব্রাজিল কোচ হিসেবে অভিষেক হবে ৫ জুন, ইকুয়েডরের বিপক্ষে গুয়ায়াকুইলে, যা হবে বিশ্বকাপ বাছাইপর্বের ১৫তম ম্যাচ। এরপর ১০ জুন, নিও কিমিকা এরেনায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

বর্তমানে ব্রাজিল দল ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে, আর শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, ৩১ পয়েন্টে। নতুন কোচের অধীনে ব্রাজিল চাইবে র‍্যাংকিংয়ের উপরে উঠতে এবং বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের দৌড়ে এগিয়ে যেতে।

নেইমারসহ ৫০ জনের প্রাথমিক তালিকা

ইতোমধ্যেই আনচেলত্তি ৫০ জন খেলোয়াড়ের একটি প্রাথমিক তালিকা জমা দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন নেইমার এবং ফ্লামেঙ্গোর ছয় জন খেলোয়াড়। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি এই তালিকা থেকে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন।

সামির জাউদের প্রত্যাশা: ‘আশীর্বাদ নিয়ে এলেন আনচেলত্তি’

এদিকে একইদিনে কাগজপত্র জালিয়াতির কেলেঙ্কারিতে অপসারিত এদনালদো রদ্রিগেজের জায়গায় সামির জাউদ-কে নতুন সভাপতি ঘোষণা করে সিবিএফ।

সিবিএফের সদ্য নির্বাচিত সভাপতি সামির জাউদ, যিনি ২৭টি রাজ্য ফুটবল ফেডারেশনের মধ্যে ২৫টির সমর্থন পেয়ে দায়িত্বে এসেছেন, আনচেলত্তির আগমনকে ‘আশীর্বাদ’ হিসেবে দেখছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “ক্রাইস্ট দ্য রিডিমার যেন আশীর্বাদ করেন আমাদের ‘মিস্টার’ কার্লো আনচেলত্তিকে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং জাতির শক্তি নিয়ে আমরা যেন সেই বহু কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ে পৌঁছাতে পারি। ”

তিনি আরও বলেন, “ব্রাজিলের জনগণকে জাতীয় দলের সঙ্গে আবার জুড়ে দেওয়ার এটাই সময়। দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য না পাওয়ার ফলে সম্পর্ক কিছুটা ছিন্ন হয়েছে। তা পুনঃস্থাপন করতে হবে। ”

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।