ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ফুটবল

আজ দেশে আসছেন ফাহামেদুল

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৫, মে ২৮, ২০২৫
আজ দেশে আসছেন ফাহামেদুল ফাহামেদুল ইসলাম

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ ১০ জুন, ঢাকা জাতীয় স্টেডিয়ামে। এক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ঘিরেই সমর্থকদের মধ্যে বইছে তুমুল উন্মাদনা।

বাফুফেও পাচ্ছে একের পর এক পৃষ্ঠপোষক।  

শুধু হামজা নন, সব ঠিক থাকলে সেই ম্যাচে খেলবেন দুই প্রবাসী শমিত শোম ও ফাহামিদুল ইসলামের মতো দুই প্রবাসী ফুটবলার। দেশের ফুটবলে এই তিন প্রবাসীর মধ্যে সবার আগে আজ (বুধবার) ঢাকায় আসবেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শনিবার শুরু হওয়ার কথা রয়েছে। এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। শুধু তাই নয়, এই ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে কানাডা প্রবাসী শমিত সোমের। অভিষেক হতে পারে ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামেরও।

হামজা চৌধুরী ঢাকায় আসবেন ২ জুন। সবার শেষে ৪ জুন আসবেন কানডা জাতীয় দলে খেলা শমিত। ১ জুন শমিতের ক্লাবের ম্যাচ রয়েছে। তাই তাকে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাবেন না কোচ কাবরেরা।

১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দেশের ফুটবলে উৎসবের আমেজ। তৈরি হয়েছে নবজাগরণ। ১০ জুন মাঠের খেলায় দারুণ কিছু যদি হয়, মাঠের বাইরে যে উৎসব-উৎসব আবহ, দেশের ফুটবলকে তা দিতে পারে নতুন দিনের সন্ধান।  

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।