ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

থ্রিলার গল্পে নতুন ধারাবাহিক ‘মুসা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
থ্রিলার গল্পে নতুন ধারাবাহিক ‘মুসা’

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন তারকাবহুল দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মুসা’। সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর।

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নতুন এই ধারাবাহিকের শুটিং পর্ব সম্পন্ন হয়েছে। তানভীর ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শম্পা রেজা, শামীমা নাজনীন, সুব্রত, মিলন ভট্টাচার্য, ইমতু রাতিশ, সাব্বির আহমেদ, নাইরুজ সিফাত, জেবা জান্নাত প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছে নির্মাতা নিজেও।

নতুন ধারাবাহিক নিয়ে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ঢাকা শহরে প্রতিনিয়ত বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। মুসা সব অনিয়ম রুখতে গিয়ে নিজেই হয়ে যান গ্যাংস্টারে। শুরু হয় রাজধানী দখলের খেলা। সবাই এখানে খেলোয়াড়। হারতে চায় না কেউ-ই, সবাই চায় জয়ী হতে। ঢাকার মানচিত্র টুকরো টুকরো হয়ে যায়। ঢাকার এমন অস্বাভাবিক খেলা নিয়েই তৈরি হয়েছে ‘মুসা’। আশা করি, ব্যতিক্রম গল্পের নতুন এই ধারাবাহিক নাটকটি সবার ভালো লাগবে।

তিনি জানান, মঙ্গলবার (২ আগস্ট) থেকে ধারাবাহিক নাটক ‘মুসা’ বৈশাখী টিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।