ঢাকা: অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন ব্যাংকের কোন শাখা দলের হিসাব পরিচালনা করে সে তথ্য নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ইসির নির্বাচন সহায়তা শাখার এ সংক্রান্ত চিঠি দেন।
গত জুলাই মাসে দলটি বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিলেও তার কোনো ব্যাংক হিসাব নেই বলে প্রতিবেদন উল্লেখ করে। প্রতিবেদনে দেখানো হয়, ২০২৪ পঞ্জিকা বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয় ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর ব্যয় ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।
ইসি কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, দলের নামে রক্ষিত ব্যাংক-অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং উক্ত অ্যাকাউন্টের সর্বশেষ হিসাব, দলের তহবিলের উৎসের বিবরণ ইসিতে জমা দিতে হয়।
তবে জামায়াত বলছে, বিগত সরকারের জুলুম-নির্যাতনের কারণে তারা ব্যাংক হিসাব পরিচালনা করতে পারেনি। তাদের ব্যাংক হিসাব রয়েছে ইসলামী ব্যাংকের মৌচাক শাখায়।
২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার আগে সর্বশেষ আয়-ব্যয়ের হিসাব দিয়েছিল দলটি। এরপর চলতি বছর নিবন্ধন ফিরে পাওয়ায় এক যুগ পর ফের হিসাব দিল জামায়াত।
আরও পড়ুন: ব্যাংক অ্যাকাউন্ট নেই জামায়াতের, কোথায় ছিল আয়ের ২৯ কোটি টাকা?
ইইউডি/জেএইচ