ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ন্যাশনাল আইডিয়াল স্কুল আবারও দ্বিতীয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
ন্যাশনাল আইডিয়াল স্কুল আবারও দ্বিতীয় ছবি: ফাইল ফটো

ঢাকা: প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় সারাদেশের মধ্যে আবারও ঢাকার ন্যাশনাল আইডিয়াল স্কুল দ্বিতীয় স্থান অর্জন করেছে।

মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষিত হবে।

তবে প্রাপ্ত তথ্যমতে, পিএসসি পরীক্ষায় ন্যাশনাল আইডিয়াল স্কুল সারাদেশের মধ্যে ফের দ্বিতীয় স্থান লাভ করেছে।

এ বিষয়ে ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ বাংলানিউজকে জানান, ২০১৪ সালের প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় ১ হাজার ৫১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ‍এর মধ্যে এ স্কুল শতভাগ পাস করেছে।

জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০৪ জন পরীক্ষার্থী।

তিনি আরো জানান, ২০১৩ সালেও শতভাগ শিক্ষার্থী পাস করে বিদ্যালয়টি সারাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। পরীক্ষায় ১১৯০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল; যার মধ্যে সবাই পাস করেছিল। আর জিপিএ-৫ পেয়েছিল ১১৩০ জন। ২০০১ সালে এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠানটি প্রাথমিক সমাপনীতে সারাদেশে ২০০৯ সালে চতুর্থ, ২০১০ সালে অষ্টম, ২০১১ সালে ষষ্ঠ এবং ২০১২ সালে দ্বিতীয় স্থান অর্জন করে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।