খুলনা: ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে দেশব্যাপী মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগের দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম খুলনার উদ্যোগে খুলনা মহানগরীর ডাকবাংলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম খুলনার আহ্বায়ক সরকারি বিএল কলেজের সাবেক ভিপি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী মনজুর কাদের পাটোয়ারী মঞ্জু, গাজী শরিফুল ইসলাম অহিদ, মো. নাসির উদ্দিন, মো. মোজাহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। এছাড়া বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ খুলনার আহ্বায়ক এহসানুল মাহবুব সাকির সভাপতিত্বে বক্তৃতা করেন মো. শিবলুর রহমান, মাহিদুল ইসলাম পান্না, মো. ইব্রাহিম খলিল, মো. মোকাররম, মো. হোসাইন শেখ, মো. তৈয়েবুর রহমান, মো. রিয়াজ হোসেন প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক ডাকাত খ্যাত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে; অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ; এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ ও সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায়-দেনা সমন্বয়ের পদক্ষেপ এবং যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। অন্যথায় খুলনার গ্রাহকরা ইসলামী ব্যাংকের শাখা ঘেরাও করে অবৈধ কর্মকর্তা-কর্মচারীদেরকে ধরে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়াসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন। তারা আরো জানান যে, লুটেরা এস আলম মুক্ত ব্যাংক বিনির্মাণে ব্যাংক কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্তে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম সর্বদা পাশে থাকবেন বলে ঘোষণা দেন।
এদিকে একই দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ ফুলতলার যৌথ উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফুলতলা শাখার সামনের রফিক সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ফোরামের সভাপতি আলী আকবর মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, মো. শাহজাহান মোল্যা, আব্দুর রহিম খাঁন, তাবিব হাসান, মো. ইয়ামিন গাজী, মো. রিফাদ গাজী, শাওন বিশ্বাস প্রমুখ।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ ফুলতলার যৌথ উদ্যোগে সকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দৌলতপুর শাখার সামনের খুলনা-যশোর মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে গ্রাহকদের পক্ষ থেকে বক্তৃতা করেন খুলনা জুট এসোসিয়েশনের সদস্য গাজী জুট মিলের মালিক কাজী শরিফুল ইসলাম ওয়াহিদ, চাকুরি প্রত্যাশীদের পক্ষ থেকে বক্তৃতা করেন মোশাররফ হোসেন আনসারী প্রমুখ।
এমআরএম