ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অভিযুক্তদের আজীবনের জন্য বহিস্কার ঘোষণা চবি উপাচার্যের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
অভিযুক্তদের আজীবনের জন্য বহিস্কার ঘোষণা চবি উপাচার্যের ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ছাত্রী হেনস্তায় অভিযুক্তদের আজীবনের জন্য বহিস্কার করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

শনিবার (২৩ জুলাই) দুপুরে চবির ৩৪তম বার্ষিক সিনেট সভায় এ ঘোষণা দেন চবি উপাচার্য।

 

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। অভিযুক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি আমরা।

মাননীয় প্রধানমন্ত্রীও এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন প্রতিনিয়ত। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এর বিচার নিশ্চিত করার। ইতিমধ্যে ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো আমরা। এছাড়া অভিযুক্তদের আজীবনের জন্য বহিস্কার করা হবে।

এর আগে গত ১৭ জুলাই চবির এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় ২২ জুলাই রাতে অভিযান চালিয়ে নিপীড়নের মূল হোতাসহ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৪ জনকে গ্রেফতার করে র্যা ব।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।