ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় যুবক আটক ...

চট্টগ্রাম: রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মো. হাসান আলী (৩২) নামের এক যুবককে ১৯টি টিকিটসহ আটক করেছে র‌্যাব-৭।  

বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

মো.হাসান আলী ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার টাঙ্গাটিপাড়ার মৃত আলাল উদ্দিনের ছেলে।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার  জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাধারণ শ্রেণীর বিশ্রামাগারের সামনে রেলের টিকিট কালোবাজারে উচ্চমূল্যে বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে অভিযান চালিয়ে যাত্রীর কাছে উচ্চমূল্যে টিকিট বিক্রির সময় মো. হাসান আলীকে আটক করা হয়।

তার কাছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ১৯টি টিকিট এবং টিকিট বিক্রির মোট ৪ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক হাসান আলী দীর্ঘদিন যাবৎ রেলওয়ের টিকিট উচ্চমূল্যে বিক্রি করে আসছে। রেলের টিকিট নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহকদের কাছে অধিক মূল্যে বিক্রয় করতো। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।