ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চিতা বিড়ালের খাঁচায় নতুন অতিথি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, সেপ্টেম্বর ২২, ২০২১
চিতা বিড়ালের খাঁচায় নতুন অতিথি চিতা বিড়ালের ঘরে নতুন অতিথি

চট্টগ্রাম: সাদা বাঘের জন্য বিশেষ খ্যাতি পাওয়া চট্টগ্রাম চিড়িয়াখানায় চিতা বিড়ালের খাঁচায় তিনটি নতুন অতিথি এসেছে।  

সোমবার (২০ সেপ্টেম্বর) চিতা বিড়ালের তিনটি নতুন বাচ্চার জন্ম হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বাংলানিউজকে বলেন, সোমবার Leopard cat (Prionailurus bengalensis) বা চিতা বিড়ালের ঘরে জন্ম নেয় তিনটা নতুন অতিথি। যা চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য নতুন অভিজ্ঞতা।

লিওপার্ড ক্যাটের ক্যাপটিভ ব্রিডিং খুবই বিরল একটি ঘটনা। সচরাচর তারা ক্যাপটিভ অবস্থায় বাচ্চা দিতে দেখা যায় না। ২০২০ সালের ফেব্রুয়ারিতে হাঙ্গেরির ডেভরিসেন জু’তে ক্যাপটিভ কন্ডিশনে একটি পুরুষ বাচ্চা জন্ম নেয়। এ ছাড়াও পাটনা জু’তে ক্যাপটিভ ব্রিডিংয়ের রেকর্ড আছে। বাংলাদেশের মধ্যে আমার জানামতে ক্যাপটিভ অবস্থায় চিতা বিড়াল চিটাগাং জু’তে প্রথম হয়েছে। এখন পর্যন্ত বাচ্চাগুলো সুস্থ অবস্থায় তার মায়ের কাছে আছে। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানা আরও অবদান রাখবে এ আশা করি।

নগরের ফয়’স লেক এলাকায় ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ৬৬ প্রজাতির ৬২০টি পশু-পাখি রয়েছে। এর মধ্যে বাঘ, সিংহ, কুমির, জেব্রা, ময়ূর, ভালুক, উটপাখি, ইমু, হরিণ, বানর, গয়াল, অজগর, শিয়াল, সজারু ইত্যাদি উল্লেখযোগ্য।

>> সাদা বাঘের ঘরে নতুন অতিথি, বেড়ে উঠছে ছাগলের দুধে

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।