ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘বাবা তুমি কোথায়'

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, অক্টোবর ১৭, ২০২৫
‘বাবা তুমি কোথায়'

চট্টগ্রাম: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধা সুজিত রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর ছেলে সৌরভ রায় জনের ‘বাবা তুমি কোথায়’ শিরোনামে একটি গান প্রকাশিত হচ্ছে।  

গানটির শব্দচয়ন ও সুর করেছেন সংগীত পরিচালক তাপস চৌধুরী।

সংগীত পরিচালনায় নিখিলেশ বড়ুয়া।

 শুক্রবার (১৭ অক্টোবর) নগরের মোমিন রোডের একটি রেস্টুরেন্টে গানের অ্যালবামের মোড়ক উন্মোচন এবং শব্দসৈনিক সুজিত রায়ের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
 
এতে অংশ নেন কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, কবি কামরুল হাসান বাদল, চট্টগ্রাম মঞ্চসংগীত শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের, শিল্পী কায়সার উল আলম, রঞ্জন চৌধুরী, সৃজন রায়, সংগীত পরিচালক সব্যসাচী রনি, প্রিতম আচার্য, প্রত্যয় বড়ুয়া অভিসহ গানটির সাথে জড়িত শিল্পী ও কলাকুশলীরা।  

গানটি আগামী বুধবার (২২ অক্টোবর) শিল্পী সৌরভ রায় জনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।