ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় পানিতে ডুবে প্রাণ গেল যমজ শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, মে ২৪, ২০২৫
লোহাগাড়ায় পানিতে ডুবে প্রাণ গেল যমজ শিশুর প্রতীকী ছবি

চট্টগ্রাম: লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর দেড়টায়র দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদার ঘোনা পল্লনের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত যমজ শিশুরা হলো- ওই এলাকার বাসিন্দা আজিজুল হক মাঝির ছেলে আবির হোসেন ও আদিল হোসেন।

নিহতের স্বজনরা জানান, আবির ও আদিল বাড়ির উঠানে খেলা করছিল।

এ পর্যায়ে সকলের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনেরা খোঁজাখুঁজি করলে পুকুরে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদ চৌধুরীও পুকুরের পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।