চট্টগ্রাম: নগরের খুলশী থানা এলাকা থেকে ৬ লাখ টাকার একটি চোরাই সিএনজি অটোরিকশাসহ চুরির সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। তারা হলেন মো. হান্নান (২৬) ও রাজু চৌধুরী (৩৩)।
মঙ্গলবার (১৩ মে) নগরের খুলশী ওয়ারলেস সেগুনবাগানের হান্নানের গ্যারেজ থেকে গাড়িটি উদ্ধার ও জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, সোমবার রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে সিএনজি অটোরিকশাটি চুরি হয়।
সেই মামলার তদন্তে নেমে খুলশীর একটি গ্যারেজ থেকে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে চুরির আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
বিই/টিসি