ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঘরে মিললো বৃদ্ধার ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, মে ২, ২০২৫
ঘরে মিললো বৃদ্ধার ঝুলন্ত মরদেহ ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় জয়নব বেগম (৬০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) বিকাল ৫টার দিকে গলায় গামছা প্যাঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় ওই বৃদ্ধাকে।

তিনি কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাউজান মিয়াজী পাড়ার আব্দুল আলমের স্ত্রী।

জয়নব বেগমের ছেলে শাহ আলম জানান, ১৮ বছর আগে তার মায়ের অন্যত্র বিয়ে হয় এবং সেখানেই তিনি থাকছিলেন।

দীর্ঘদিন যাবৎ তিনি মানসিক রোগে আক্রান্ত।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে টিনশেড বাড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মে ০২, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।