চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর উদ্যোগে সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে একটি অসহায় পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই ঘরটি হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির মোহাম্মদ আলাউদ্দিন সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য ও প্রচার সেক্রেটারি মোহাম্মদ শাহেদ খান।
বাউরিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ সানা উল্লাহ তালুকদারের সভাপতিত্ব আরও উপস্থিত ছিলেন আব্দুল কাদের টিটু, মাওলানা আমিন রসুল, মাওলানা আনোয়ার হোসাইন ও মোহাম্মদ সেলিম উদ্দিন।
এ সময় আলাউদ্দিন সিকদার বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং একটি মানবিক সংগঠন। আমরা সমাজের প্রান্তিক মানুষের পাশে আছি। এই ঘরটি আমাদের সেবামূলক কাজের একটি ক্ষুদ্র প্রয়াস।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ১, ২০২৫
পিডি/টিসি