ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সহায়তা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, মে ১, ২০২৫
বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সহায়তা  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে মধ্যরাতে আগুনে বসতঘর হারানো দুই পরিবারকে ঢেউটিন, নগদ অর্থ ও চাল দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।  

বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামের আবদুস সালাম মেম্বার বাড়ির আগুনে ভস্মীভূত ঘর পরিদর্শন করেন এবং অগ্নিদুর্গত পরিবারের খোঁজ খবর নেন।

 

এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষে পরিবার প্রতি দুই বান করে ঢেউটিন, ৫০ কেজি করে চাল ও নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ ও ইউপি সদস্য মো. হাসান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ১, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।