ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় দুটি হাসপাতালের ওটি বন্ধের নির্দেশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
লোহাগাড়ায় দুটি হাসপাতালের ওটি বন্ধের নির্দেশ  ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় অপারেশন থিয়েটার (ওটি) অপরিচ্ছন্ন পাওয়ায় দুটি হাসপাতালের ওটি সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ নির্দেশ দেওয়া হয়।

হাসপাতাল দুটি হলো- লোহাগাড়া জেনারেল হাসপতাল, মেটারনিটি হাসপাতাল। এর মধ্যে জেলারেল হাসপাতালকে ১ সপ্তাহ ও মেটারনিটি হাসপাতাল ৩ দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া লোহাগাড়া মা-মণি হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বাংলানিউজকে বলেন, অভিযান পরিচালনা করে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় এসব হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় পরিদর্শনের পর অপারেশন থিয়েটার চালুর নির্দেশ দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।