ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, ডিসেম্বর ২৫, ২০১৬
টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড বাংলানিউজটোয়েন্টিফোর.কম ফাইল ফটো

সফরকারী বাংলাদেশের বিপক্ষে আর কিছু পরেই মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলপতি কেন উইলিয়ামসন।

ঢাকা: সফরকারী বাংলাদেশের বিপক্ষে আর কিছু পরেই মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলপতি কেন উইলিয়ামসন।


 
ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে সোমবার (২৬ ডিসেম্বর)বক্সিং ডে (ক্রিসমাসের পরদিন) ওয়ানডে দিয়ে পূর্ণাঙ্গসিরিজ শুরু হচ্ছে।
 
নিউজিল্যান্ডের মাটিতে অতীতে বাংলাদেশের তেমনকোনো সুখস্মৃতিও নেই। ঘরের মাঠের বাঘরা ভিন্নকন্ডিশনে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতেপারবে তো?
 
সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজেহোয়াইটওয়াশের লজ্জায় ডোবে কিউইরা। অন্যদিকে,নিজেদের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল সময় উপভোগ করছেবাংলাদেশ দল। গত অক্টোবরেই প্রথমবারের মতোইংল্যান্ডকে টেস্টে হারায় টাইগাররা।
 
সিরিজ শুরুর আগে দারুণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। ৬ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। মাঠে কেমন পারফরম্যান্স করেসতীর্থরা সেটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন অধিনায়কমাশরাফি বিন মর্তুজা। প্রথম ম্যাচ জেতার আশা করছেনবাংলাদেশ অধিনায়ক।
 
তবে, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের অতীতপারফরম্যান্স আশা জাগানিয়া নয়। নিউজিল্যান্ডেরমাটিতে স্বাগতিকদের বিপক্ষে এ অবধি সাতটি ওয়ানডেখেলেছে বাংলাদেশ। সবগুলোতে হেরেছে টাইগাররা। ওয়ানডেতে দু’দলের মুখোমুখি দেখায় ২৫ ম্যাচেবাংলাদেশের জয় আটটিতে। ১৭বার জিতেছেনিউজিল্যান্ড। বাংলাদেশের সবগুলো জয়ই এসেছে দেশেরমাটিতে। এবার অ্যাওয়ে ম্যাচে জয় তুলে কি ইতিহাসবদলাবে মাশরাফিরা?
 
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এমআরপি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ