ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

১৪১ বলে ৩১৪, ভারতীয় বংশোদ্ভূত অজি ব্যাটারের বিস্ময়কর ব্যাটিং  

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, অক্টোবর ৫, ২০২৫
১৪১ বলে ৩১৪, ভারতীয় বংশোদ্ভূত অজি ব্যাটারের বিস্ময়কর ব্যাটিং   হারজাস সিং/সংগৃহীত ছবি

ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যাটার হারজাস সিংহ। শনিবার প্যাটন পার্কে ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনি ক্রিকেট ক্লাব-এর বিপক্ষে খেলতে নেমে মাত্র ১৪১ বলে অবিশ্বাস্য ৩১৪ রান করে রেকর্ড গড়েছেন তিনি।

এটাই গ্রেড লেভেলের লিমিটেড ওভারের ক্রিকেটে ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইনিংসটি ছিল ৩৫টি ছক্কায় ভরপুর, যা অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে এক অনন্য কীর্তি হিসেবে জায়গা করে নিয়েছে।

এই ইনিংসের সুবাদে হারজাস যোগ দিলেন নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ফার্স্ট গ্রেড ক্রিকেটের কিংবদন্তিদের তালিকায়—যেখানে এর আগে ট্রিপল সেঞ্চুরি করেছেন কেবল ফিল জ্যাকস (৩২১) ও ভিক্টর ট্রাম্পার (৩৩৫)।

সিডনিতে জন্ম নেওয়া এই তরুণ ক্রিকেটারের শিকড় ভারতের চণ্ডীগড়ে। তার বাবা-মা ২০০০ সালে ভারত থেকে সিডনিতে পাড়ি জমান। হারজাস আলোচনায় এসেছিলেন দক্ষিণ আফ্রিকায় ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে দলীয় সর্বোচ্চ ৬৪ বলে ৫৫ রান করেন, যা দলকে ২৫৩ রানের টোটালে পৌঁছে দেয়।

নিজের এই রেকর্ড ইনিংস নিয়ে ফক্স ক্রিকেট-কে হারজাস বলেন, ‘নিশ্চিতভাবে এটা আমার জীবনের সবচেয়ে নিখুঁত ব্যাটিং। অফ সিজনে পাওয়ার হিটিং নিয়ে অনেক কাজ করেছি, আর আজ সেটার ফল পেলাম। এটা সত্যিই বিশেষ এক অনুভূতি। ’

তিনি আরও বলেন, ‘গত এক-দুই মৌসুমে নিজের খেলা বাদ দিয়ে বাইরের বিষয় নিয়ে বেশি ভাবছিলাম। এখন শুধু নিজের খেলাটার দিকেই মনোযোগ দিচ্ছি, সেটাই পার্থক্য এনে দিয়েছে। ’

হারজাসের এই ইনিংসকে ঘিরে নড়েচড়ে বসেছেন অস্ট্রেলিয়ান নির্বাচকেরা। তার সতীর্থদের মধ্যে যেমন স্যাম কনস্টাস, হিউ উইবগেন, মাহলি বেয়ার্ডম্যান ও অলিভার পিক রাজ্য দলে জায়গা পেয়েছেন। এমনকি কনস্টাস টেস্ট অভিষেকও করে ফেলেছেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ