ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের হয়ে এক ম্যাচ খেলেই আইপিএলে যাবেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, মে ১৬, ২০২৫
বাংলাদেশের হয়ে এক ম্যাচ খেলেই আইপিএলে যাবেন মোস্তাফিজ ছবি: সংগৃহীত

আইপিএলের বাকি অংশের জন্য মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। তবে তার ছাড়পত্র নিয়ে ছিল অনিশ্চয়তা।

সেটি এবার কেটে গেল। আইপিএলে খেলার জন্য ছাড়পত্র পেয়েছে বাংলাদেশি এই পেসার। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।  

আগামী ১৮ থেকে ২৪ মে পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোস্তাফিজ। এর মধ্যে আগামী ১৮মে দিল্লির ম্যাচ থাকলেও ওইদিন ভারতে গিয়ে মাঠে নামতে পারবেন কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে আগামী ১৭ মে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি খেলে যাবেন তিনি।  

এদিকে আজ সকালে জানা যায় দিল্লির হয়ে খেলছেন না অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ধর্মশালায় পরিত্যক্ত হওয়া ম্যাচের পর তিনি দেশে ফিরে যান। এরপর দিল্লির হয়ে আর খেলবেন না বলে তিনি জানিয়ে দেন। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে নিজেকে বিশ্রামে রাখতে চান এই ফাস্ট বোলার। এক্ষেত্রে মোস্তাফিজকেই বেশি প্রয়োজন হবে দিল্লির। তাই তড়িঘড়ি করে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলের পরিবর্তিত সূচিতে রোববার রাতে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে দিল্লি। শনিবার জাতীয় দলের ম্যাচ শেষ করে পরদিনই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মাঠে দেখা যেতে পারে মোস্তাফিজকে পরে ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে দিল্লি।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।