ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশপের জন্য আইসিসির রেকর্ড প্রাইজমানি, কত পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, মে ১৫, ২০২৫
টেস্ট চ্যাম্পিয়নশপের জন্য আইসিসির রেকর্ড প্রাইজমানি, কত পাচ্ছে বাংলাদেশ ছবি: সংগৃহীত

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানিতে এসেছে নজরকাড়া পরিবর্তন। তৃতীয় আসরে এসে বেড়েছে পরিমাণ।

এতে উপকৃত হয়েছে বাংলাদেশও। গত দুই আসরে নবম স্থানে থাকা বাংলাদেশ পেয়েছিল ১ লাখ মার্কিন ডলার। এবার সপ্তম স্থানে থেকে তারা পেয়েছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা গত আসরের চেয়েও সাতগুণ বেশি।  

এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৩৬ লাখ মার্কিন ডলার। আগের আসরে যার পরিমাণ ছিল এর থেকেও ১৬ লাখ ডলার কম। এছাড়া রানার্সআপ দল পেতে যাচ্ছে ২১ লাখ মার্কিন ডলার। যা আগের দুই আসরে চ্যাম্পিয়ন দলের পাওয়া অর্থের চেয়েও বেশি!

তিন নম্বরে থাকা ভারতের প্রাপ্তি ১৪ লাখ ৪০ হাজার ডলার। এই প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড চতুর্থ হয়ে পেয়েছে ১২ লাখ ২০ হাজার ডলার। পাঁচে থাকা ইংল্যান্ড পাচ্ছে ৯ লাখ ৬০ হাজার ডলার, আর ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কা পাচ্ছে ৮ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশের পরে আট নম্বরে অবস্থান করা ওয়েস্ট ইন্ডিজের প্রাপ্তি ৬ লাখ ডলার। আর নয় নম্বরে থাকা পাকিস্তান পেয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার।

আগামী ২১ জুন লর্ডসে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।