ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

শিল্প-সাহিত্য

ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য সংগীত কর্মশালা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৮, জুলাই ১৩, ২০১৯
ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য সংগীত কর্মশালা শুরু সংগীত ও নৃত্য শিল্পীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য সংগীত প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

শুক্রবার (১২ জুলাই) একাডেমির ৩০জন সংগীত ও নৃত্য শিল্পীর অংশগ্রহণে তিন দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কর্মশালা।

আগামী ১৪ জুলাই শেষ হবে।  

রাধা কৃষ্ণের কাহিনী বিষয়ক লোকজ ধামাইল নৃত্য সংগীতের জনক রাধারমন দত্ত।  

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন সুনামগঞ্জের সংগীত প্রশিক্ষক দেবদাস চৌধুরী রঞ্জন ও নৃত্য প্রশিক্ষক হিসেববে থাকবেন তুলিকা ঘোষ চৌধুরী এবং যন্ত্রসহযোগী অমিত বর্মণ।

ধামাইলের পরিবেশনায় রয়েছে বেশ কয়েকটি পর্ব। যারমধ্যে তিনদিনে ৫টি পর্বের প্রশিক্ষণ দেওয়া হবে। পর্ব অনুযায়ী পোশাকেও থাকে ভিন্নতা।  

মূলত নারীরা নৃত্যের সঙ্গে ধামাইল গান পরিবেশন করেন। সিলেট অঞ্চলে দলগতভাবে বিয়ে ও বিভিন্ন উৎসবে এ ধামাইল গান গাওয়া হয়।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।