ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শিল্প-সাহিত্য

স্যাপফো: খণ্ডাংশ ৩১

ভাষান্তর- মেহেদী হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, আগস্ট ১৪, ২০২৫
স্যাপফো: খণ্ডাংশ ৩১

আমার মনে হয় ঈশ্বরের সমকক্ষ সেই মানুষ,
তোমার বিপরীতে বসে যার মায়াবী কণ্ঠস্বর আর
প্রলুব্ধকর হাসি ঘনিষ্ঠভাবে শুনতে পারার অধিকার আছে।

তোমার দিকে তাকালে আমার হৃৎপিণ্ড
এমনভাবে কেঁপে ওঠে যেন পাহাড়ি বাতাস
ওক গাছের ওপর ঝাঁপিয়ে পড়েছে।

 

দৈবাৎ তোমার সঙ্গে দেখা হলে
আমি কথা বলতে পারি না—
আমার জিভ শক্ত হয়ে যায়;
ত্বকের নিচে ছুটে চলে সূক্ষ্ম আগুনের ফুলকি;
দৃষ্টিশক্তি লোপ পেয়ে যায়;
কানের কাছে বাজতে থাকে ঢাকের আওয়াজ।

আমি ঘামে ভিজে যাই;
পুরো শরীর কাঁপতে থাকে;
হয়ে যাই শুকনো ঘাসের চেয়েও ফ্যাকাশে।

মনে হয় মৃত্যু আমার খুব নিকটে।  

স্যাপফো খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক কবি। তাঁর অধিকাংশ লেখা কেবল টুকরো আকারে পাওয়া যায়। Fragment 31 (Phainetai moi) — ‘আমার কাছে এমন মনে হয়’ তাঁর অন্যতম বিখ্যাত কবিতা। অ্যান কার্সন, জোসেফিন বালমার, গিলিয়ান স্প্যাগস, ম্যারি বারনার্ড ও উইলিস বার্নস্টোনের ইংরেজি পাঠের ভিত্তিতে ভাবানুবাদ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।